নিজস্ব সংবাদদাতা: যোগেন্দ্র যাদব হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের কাছে লিখিত দাবি জানিয়েছেন, অবিলম্বে ক্যাবিনেট থেকে সন্দীপ সিংকে বরখাস্ত করতে হবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী খাট্টার অভিযুক্তকে রক্ষা করার চেষ্টা করছেন। সন্দীপ সিং মন্ত্রী থাকলে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়।
স্বরাজ ইন্ডিয়া হরিয়ানার সাধারণ সম্পাদক দীপক লাম্বা চণ্ডীগড় পুলিশের কাছে অবিলম্বে অভিযুক্ত মন্ত্রী সন্দীপ সিংকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। স্বরাজ ইন্ডিয়ার হরিয়ানা রাজ্য সভাপতি রাজীব গোদারা অভিযোগ করেন যে নির্যাতিতাকে ন্যায়বিচারের আশ্বাস দেওয়ার পরিবর্তে হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিজেপি সরকার অভিযুক্ত মন্ত্রীর সমর্থনে দাঁড়িয়েছে। কোনো তদন্ত ছাড়াই অভিযোগকারীর অভিযোগকে অযৌক্তিক ঘোষণা করাই এর প্রমাণ।
যোগেন্দ্র যাদব দাবি করেন যে চণ্ডীগড় পুলিশ যে তদন্ত করছে তা হাইকোর্টের তত্ত্বাবধানে করা উচিত। তিনি নির্যাতিতার যথাযথ নিরাপত্তার দাবি জানান। রাজীব গোদারা বলেন, হরিয়ানা সরকার যদি অভিযুক্ত মন্ত্রীকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কোনও জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করতে দেয় তবে তেরঙার অপমান হবে। তিনি আরও বলেন, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্তকে মন্ত্রীপরিষদে রাখা ভারতীয় প্রজাতন্ত্র ও সংবিধানের অবমাননা।
সন্দীপ সিংকে ক্যাবিনেট থেকে বরখাস্তের দাবি জানালেন যোগেন্দ্র যাদব

মতামত দিন