কয়েক কোদাল মাটি কেটে বন্ধ ‘পন্ড ফার্ম’ প্রকল্পের কাজ

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

নিজস্ব সংবাদদাতা: ভেবেছিলাম আমাদের কৃষকদের এবার একটা উপায় হবে। কিন্তু হলো কই? কয়েক কোদাল মাটি কাটাই সার। পুকুর আর হলো না। খানা হয়েই পড়ে থাকল। সেই ঘণ্টায় ১৫০ টাকা খরচ করে জল কিনতে হচ্ছে। এদিকে সরকারি পন্ড ফার্ম প্রকল্পের লক্ষ লক্ষ টাকা মেম্বার খেয়ে নিল। কৃষকের কোনও কাজে লাগলো না।’ অভিযোগ স্থানীয় কৃষকদের।

২০২১-২২ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পন্ড ফার্ম প্রকল্প চালু হয় বসিরহাট ব্লক ১ এর অধীন পঞ্চায়েত এলাকায়। তেমনি শাঁকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর সংসদে পন্ড ফার্ম প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের খরচ ধরা হয় ১ লক্ষ ৬৩ হাজার ৬৮৯ টাকা।

স্থানীয় কৃষকরা জানালেন, ‘এই প্রকল্পের পুকুর খননের জন্য এই সংসদ এলাকায় স্থানীয় ধলতিথার বাসিন্দা অনাথচরণ মণ্ডলের মাঠপাড়ার জমিতে প্রকল্পের খরচ সহ অন্যান্য বিষয় লিখে সিমেন্টের ফলক বসানো হয়। যদিও ফলকে কাজ শুরু এবং কাজ শেষের তারিখ উল্লেখ নেই। এমনি ভাবে অন্যান্য তিন থেকে চারটে জমিতেও ফলক বসানো হয়। কিন্তু একটিও পুকুর খনন করা হলো না। বড়জোর ৭-৮ হাজার টাকা খরচে করে দুদিন কাজ হয়েছে। খানা ডোবা যাই বলেন ওই করেই দায় সেরেছে।

ট্যাগ করা হয়েছে: , ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *