কৃষক আন্দোলনের পক্ষে থাকা শ্রমিক নেতাকে গ্রেফতার করে নির্যাতন

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

সম্প্রতি একটি প্রতিবেদনে শ্রমিক নেতা শিব কুমারকে গ্রেফতার সংক্রান্ত সমস্ত তথ্য সামনে এল। কৃষক আন্দোলনের পক্ষে থাকার অপরাধে হরিয়ানার কুন্ডলির শ্রমিক নেতা শিব কুমারকে বেআইনি হেফাজতে রাখার এবং তাঁকে নির্যাতন করা হয়। শিব কুমার এবং তাঁর পরিবারের সদস্যরা সোনিপত পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ করেন। এছাড়াও হেফাজতে থাকাকালীন শিব কুমারকে যে মানসিক নির্যাতনের সম্মুখীন হতে হয় সেই জন্য তাঁর পরিবারের সদস্যরা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।

পুলিশ সূত্রে খবর, শ্রমিকদের অবৈধ মজুরি এবং হয়রানি রুখতে কুন্ডলির শিল্পপতিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি তিনটি কালা কৃষি কানুনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের সক্রিয় সমর্থক ছিলেন। দিল্লির কৃষক আন্দোলন চলাকালীন পুলিশ ২০২১ সালের ১৬ জানুয়ারি তাঁকে ধরে তুলে নিয়ে যায় এবং ২৩ জানুয়ারি ২০২১ পর্যন্ত অবৈধ হেফাজতে রেখেছিল। শ্রমিক নেতার পরিবারের পক্ষ থেকে এও দাবি করা হয়েছে যে পুলিশের পক্ষ থেকে শিব কুমারকে গ্রেফতারির খবর অনেক পরে জানানো হয়েছে তাঁদের।

শিব কুমার বলেন , “আমি পুলিশ দ্বারা নির্যাতিত. আমার পা ভেঙে দেওয়া-সহ আটটি আঘাত আমি পেয়েছি। আমাকে লাঠি দিয়ে মারধর করা হয়। তারা আমাকে গালিগালাজ করে এবং থুথু দেয়”।

সূত্র- দ্য ট্রিবিউন

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *