‘এক রাজ্য এক রাজধানী’ এই দাবীকে সামনে রেখে অমরাবতীর কৃষকদের ‘মহা পদযাত্রা’র সাঁইত্রিশতম দিন ছিল গত মঙ্গলবার।পদযাত্রাটি এখন রাজামুন্দ্রিতে অবস্থান করছে।গত বুধবার অন্ধ্রপ্রদেশে অমরাবতীর কৃষকদের ‘মহা পদযাত্রা’য় কৃষকের অসুস্থ হয়ে পড়ার ঘটনাটি ঘটে। ঐ কৃষক হৃদরোগে আক্রান্ত হন। ক্রমাগত চাপে পরিস্থিতি সামাল দিতে অসুস্থ কৃষককে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে সামান্য মানবিকতার প্রমাণ রাখলেন এক পুলিশ কর্মী।
সূত্র- ফার্স্ট পোস্ট
অন্ধ্রপ্রদেশে কৃষক বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক কৃষক

মতামত দিন