মানুষের সঙ্গে সঙ্গে বন্যপ্রাণীদের থেকেও জল-জঙ্গল-জমির অধিকার কেড়ে নিচ্ছে রাজ্য-কেন্দ্র উভয় সরকার। তার ফলেই বন্যপ্রাণীদের থাকার জায়গার অভাব এবং খাদ্যের অভাবে বারেবারে হাতির হানা ঘটছে লোকালয়ে।
বাঁকুড়ার কৃষকরা হাতির দাপটে বিপর্যস্ত। বড়জোড়া, সোনামুখী ও গঙ্গাজলঘাঁটি এই তিনটি ব্লকের বিভিন্ন জঙ্গলে মোট ৭৪টি হাতি রয়েছে এখন। খাবারের অভাবে তারা মাঝে মাঝে চাষের জমিতে হানা দিচ্ছে। বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হচ্ছে। হাতিরা কখনও বা চড়াও হচ্ছে গ্রামবাসীদের বাড়িতে। প্রাণহানির খবরও পাওয়া গিয়েছে। চাষিদের অভিযোগ, হাতিদের তাণ্ডব রুখতে বন দফতর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
প্রতিবাদ জানাতে গ্রামবাসীরা মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর বিট অফিসের বনকর্মীদের ভেতরে আটকে রেখে বন দফতরের অফিসের দরজায় তালা লাগিয়ে দিলেন। পাশাপাশি বিক্ষোভেও শামিল হন তাঁরা। প্রতিবাদের মুখে পড়ে বন দফতর হাতিগুলিকে অন্যত্র সরানোর আশ্বাস দিয়েছে।
সূত্র – টিভি ১৮ বাংলা
হাতির দাপট রুখতে সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

মতামত দিন