যোগী রাজ্যের পুলিশের গুলিতে নিহত উত্তরাখণ্ডের কৃষকের স্ত্রী

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 2

বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে শ্রমিক, কৃষক, ছাত্র-যুব, মহিলা-সহ সাধারণ মানুষ সরব হয়েছেন৷ ইউপির যোগী সরকার হিন্দুত্ববাদের পোস্টার বয় হিসেবে গেরুয়া শিবিরে জনপ্রিয় হলেও তাঁর শাসন যে জনবিরোধী, তেমন কথা শোনা গেছে বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে বড় অংশের সাধারণ মানুষের মধ্যে থেকে৷ কিন্তু এবার খোদ উত্তরপ্রদেশের প্বার্শবর্তী উত্তরাখণ্ড থেকেও যোগী প্রশাসনের বিরুদ্ধে আওয়াজ উঠল। উত্তরাখণ্ডের প্রশাসনের পাশাপাশি বিজেপি শিবিরও যোগী প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ। সম্প্রতি এক দুষ্কৃতিকে গ্রেফতার করতে গিয়ে উত্তরাখণ্ডে বিজেপি ঘনিষ্ঠ এক কৃষকের ২৮ বছর বয়সী স্ত্রীকে গুলি করে হত্যা করেছে ইউপি পুলিশ৷ এরপরেই যোগী প্রশাসনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে উত্তরাখণ্ড প্রশাসন। পাশাপাশি যোগীর বিরুদ্ধে সরব উত্তরাখণ্ডের বিজেপি৷

উত্তরাখণ্ডের কুন্দায় গত বৃহস্পতিবার অবৈধ বালি খাদানের বিরুদ্ধে অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশ সীমান্ত থেকে প্রায় ৬ কিমি দূরে মহম্মদ জাফর নামে এক খুনি লুকিয়ে থাকার তথ্য পেয়েই এই অভিযান ছিল বলে দাবি ইউপি পুলিশের। মাফিয়া মহম্মদ জাফর উত্তরাখণ্ডের বিজেপি ঘনিষ্ট এক কৃষক গুরতাজ সিং বুল্লারের বাড়িতে গা ঢাকা দিয়েছিল বলে দাবি উত্তরপ্রদেশ পুলিশের। তারা গুরতাজ সিং-এর বাড়ি ঘিরে ফেলে গুলি চালাতে থাকে। আর তার ফলেই বিজেপি-ঘনিষ্ঠ কৃষক নেতার স্ত্রী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

গোটা ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। স্থানীয় মানুষ দফায় দফায় অবরোধ শুরু করেন।

সূত্র- হিন্দুস্তান টাইমস বাংলা

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *