বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে উত্তাল হয়েছিল কৃষকরা। চাপে পড়ে শেষমেশ আইন প্রত্যাহার করতে বাধ্য হয় কেন্দ্র। তাই বাজেটে কৃষকদের আয়বৃদ্ধিতে জোর দেওয়া হবে বলে মনে করেছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা । কিন্তু বুধবার ২০২৩-২৪-এর পূর্ণাঙ্গ বাজেটে কৃষির জন্য তেমন কোনও পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেল না কেন্দ্রীয় সরকারকে।
বুধবার সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে কৃষিক্ষেত্রকে প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করার কথা বলেন তিনি। কিন্তু তা কৃষকদের অবস্থার উন্নতি করার পক্ষে যথেষ্ট নয় বলে মত বিশেষজ্ঞদের।
সূত্র- এবিপি লাইভ
বাজেটে কৃষকদের সাহায্যের অঙ্ক বাড়ল না

মতামত দিন