দিল্লির সিংঘু সীমান্তের ঐতিহাসিক কৃষক আন্দোলনে শহিদ হওয়া ৭৩৪ জন কৃষকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন হরিয়ানা ও উত্তরাখণ্ডের কৃষকেরা৷ এই দুই রাজ্যের বিভিন্ন জেলা থেকে রবিবার কৃষকেরা আন্দোলনে শহিদ হওয়া কৃষকদের শ্রদ্ধা জানাতে বাহাদুরগড়-টিকরি সীমান্তে জড়ো হন। মূলত, দিল্লির ঐতিহাসিক কৃষক জমায়েত মুলতুবি হওয়ার প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল৷
উল্লেখ্য, তিনটি কালা কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের ঐতিহাসিক আন্দোলনে শাহাদাত বরণ করেছিলেন ৭৩৪ জন কৃষক। কৃষক আন্দোলনে শহিদ কৃষকদের অবদান স্মরণ করতে এবং ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি-সহ বকেয়া দাবিগুলো তুলে ধরতে করতেই দুই রাজ্যের কিষাণ-জনতা বাহাদুরগড়-টিকরি সীমান্তে জড়ো হয়েছিলেন৷
উত্তরাখণ্ডের কৃষক নেতা ভোপাল সিং বলেন, “কেন্দ্রীয় সরকার আন্দোলনের সময় কৃষকদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা এখনও প্রত্যাহার করেনি। আমাদের অমীমাংসিত দাবি পূরণ না হলে আমরা ফের কেন্দ্রীয় সরকারকে আন্দোলনে নাস্তানাবুদ করতে পিছপা হব না”।
সূত্র- দ্য ট্রিবিউন
আন্দোলনের শহিদদের প্রতি কৃষকদের শ্রদ্ধা

মতামত দিন