তেলেঙ্গানায় আদিবাসী কৃষকদের অবস্থা ভয়াবহ। সেই রাজ্যের ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার সামস্থান নারায়ণপুরম মণ্ডলের অধীনস্থ থুম্বভি থান্ডার বাসিন্দা আদিবাসী কৃষক মেঘাবথ বিচ্যানায়ক পাথর-কাঁকর দিয়ে ঢাকা জমি সমতল করার জন্য এবং দুটি বোরওয়েল ডুবিয়ে দেওয়ার জন্য ঋণ নেন। কিন্তু বিচ্যানায়কের জমির মালিকানা রাজ্য সরকার কেড়ে নেয়। যার জন্য তিনি রাইথু বন্ধু ভর্তুকি পাওয়ার অযোগ্য হয়ে পড়েন। এমনকি রাইথু বিমাও তাঁর জন্য প্রযোজ্য হবে না।
বিচ্যানায়ক তাঁর সমস্যাটি জেলা কালেক্টর-সহ সমস্ত আধিকারিকদের নজরে আনলেও কোনও লাভ হয়নি। সম্প্রতি বন কর্মকর্তারা তাঁর জমি বন বিভাগের অন্তর্গত বলে দাবি করে এবং ভবিষ্যতে জমিতে প্রবেশ না করার বিষয়ে তাঁকে সতর্ক করে দেয়। জমির উন্নয়নের জন্য যে দেনা ছিল তা পরিশোধ করতে তাঁর দুই ছেলে দিনমজুরি করে। ছেলেরা তাঁকে না দেখার ফলে বিচ্যানায়ক থুম্বভি থান্ডার কাছে সরলা মাইসাম্মা মন্দিরে তাঁর স্ত্রী এবং নিজের অন্নসংস্থানের জন্য ভিক্ষা শুরু করেন। বিচ্যানায়ক বলেন, এক সময় তিনি এবং তাঁর দুই ছেলে ও মেয়েরা জমিতে চাষাবাদ করে আরামদায়ক জীবনযাপন করতেন। কিন্তু এখন ভিক্ষা করে দিনে ১০০ টাকাও রোজগার হচ্ছে না।
সূত্র- দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
৫ একর জমির মালিক চাষি আজ ভিক্ষুক

মতামত দিন