কেন্দ্রে বিজেপি শাসিত সরকারের কৃষক বিরোধিতা সারা দেশ-সহ আন্তর্জাতিক ক্ষেত্রে নিন্দিত হয়েছে। আমাদের রাজ্যেও কৃষকদের অবস্থা উন্নত নয়। আর এই অবস্থাকেই পাখির চোখ করতে চাইছে সিপিএম-সহ বিরোধীরা।
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে উৎসবের মরশুম শেষ হতেই ময়দানে নেমে পড়ল সিপিএম। তাদের অভিযোগ, রাজ্যজুড়ে বিভিন্ন পঞ্চায়েতে সীমাহীন দুর্নীতি করেছে তৃণমূল। সেই সঙ্গে বিরোধীরা শিক্ষা দুর্নীতির কথাও তুলে ধরেছেন। তারা এগুলিকেই আগামী পঞ্চায়েত ভোটে হাতিয়ার করতে চান। সেই কারণেই সারা ভারত কৃষক সভা, সারা ভারত খেতমজুর ইউনিয়ন, সিটু সহ বিভিন্ন বাম সংগঠন মঙ্গলবার থেকেই জেলায় জেলায় পদযাত্রার ডাক দিয়েছে। কৃষক সভার নেতা বিপ্লব মজুমদার বলেন, “গ্রামের মানুষের এখন ভয় ভাঙছে। শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে তাঁরা এখন মুখ খুলছেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের ভোট লুঠ বন্ধ করতে হবে। পঞ্চায়েতে চুরি ঠেকাতে হবে। তাই আমরা গ্রাম জাগাও কর্মসূচি হাতে নিয়েছি।”
শাসক দলের অন্দরে বাইরে সমস্যায় থাকলেও তারাও প্রচারে জোর দিয়েছে। মঙ্গলবার থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প ‘দুয়ারে সরকার’ ফের চালু হল। তা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
সুত্র- কলকাতা টিভি
বাংলায় পঞ্চায়েত ভোটের প্রচারে চাষিদের ক্ষোভ তুলে ধরছে বিরোধীরা

মতামত দিন