আজমগড়ে কৃষিজমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে মেধা পাটেকর ও রাকেশ টিকায়েত

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

উত্তরপ্রদেশের আজমগড়ে কৃষিজমি অধিগ্রহণের বিরুদ্ধে চলমান আন্দোলনের পাশে দাঁড়ালেন সমাজকর্মী মেধা পাটেকর ও কৃষক নেতা রাকেশ টিকায়েত। মঙ্গলবার তাঁরা আজমগড়ের জামুয়া গ্রামে কৃষকদের বিক্ষোভ মঞ্চে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন। কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন, “অনিচ্ছুক একজন কৃষকেরও জমি কাড়া যাবে না, যদি জোর করে জমি কাড়ার চেষ্টা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন কৃষকেরা।”

অন্যদিকে, আজমগড়ের জেলাশাসক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “এই আন্দোলন সম্পূর্ণ রাজনৈতিক অভিসন্ধিমূলক। প্রকল্পটির বাস্তবায়নের এখনও দেরি আছে, তার আগেই এই কৃষক আন্দোলন অনভিপ্রেত।” যথারীতি আন্দোলনরত কৃষকরা এই বক্তব্যকে নস্যাৎ করেছেন।

সূত্র- দ্য টাইমস অফ ইন্ডিয়া

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *