গত শনিবার মহারাষ্ট্রের কুদেসাওলি গ্রামের দক্ষিণ ব্রহ্মাপুরী রেঞ্জের হালদা ফরেস্ট বিটের এক খামারে বাঘের আক্রমণে মৃত্যু হল এক কৃষকের। নাম, সদাশিব উন্ডিরওয়াডে (৬৫)। তিনি গ্রামের উপকণ্ঠে একটি খামারে কাজ করার সময় বাঘের হানায় নিহত হন। আশেপাশের খামারের কৃষকেরা নিহত ব্যক্তির চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখেন বাঘ পালিয়ে গেছে। এর আগে গত বৃহস্পতিবার হালদার এক মহিলাও খামারে কাজ করার সময় বাঘের আক্রমণে নিহত হন। বন আধিকারিকেরা মৃতদেহটি প্রাথমিক তদন্তের পর ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের পরিবারকে প্রশাসনের তরফে আপাতত ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
সূত্র- টিএনএন / দ্য টাইমস অফ ইন্ডিয়া
চান্দা গ্রামে বাঘের পেটে কৃষক, ৩ দিনে ২ জনের মৃত্যু

মতামত দিন