উৎপাদিত আলুর দাম নেই, এই অবস্থায় দালাল এবং তৃণমূল নেতাদের বাদ দিয়ে সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে সরাসরি এক হাজার টাকা ক্যুইন্ট্যাল প্রতি আলু কেনা, রাজ্যের বাইরে আলু রফতানি, জেলার হিমঘরগুলিতে আলু সংরক্ষণ করার ক্ষেত্রে কৃষকদের অগ্রাধিকার-সহ বেশ কিছু দাবিতে আন্দোলনে নামলেন বাম গণসংগঠন সারা ভারত কৃষক সভার নেতা ও কর্মীরা।
রবিবার বাঁকুড়ায় ওন্দার চৌমাথা মোড়ে রাস্তার ওপর আলু ফেলে বিক্ষোভ দেখান তাঁরা। সংগঠনের দাবি, এই মুহূর্তে উৎপাদিত আলুর দাম নেই। ঋণভারে জর্জরিত আলু চাষিরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এই অবস্থায় আলু চাষিদের স্বার্থরক্ষায় রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে। একইসঙ্গে আগামী ১১ মার্চ রাজ্যজুড়ে এই ইস্যুতে আন্দোলন কর্মসূচি পালন করবেন বলেও তাঁরা জানান।
সূত্র- খাস খবর
বাঁকুড়ায় রাস্তার ওপর আলু ফেলে প্রতিবাদ

মতামত দিন