নিজস্ব সংবাদদাতা: শত শত স্মার্ট চিপ মিটার স্থাপনের বিরুদ্ধে আজ পটদার এক্সিওন অফিসের সামনে বিক্ষোভ করেছে কীর্তি কিষাণ ইউনিয়ন। ধর্নার সময় ডেধানা গ্রামে যে চারটি স্মার্ট মিটার লাগানো হয়েছে তা এক্সিয়ন অফিসে বসানোর দাবি জানিয়েছে ইউনিয়ন।
মিটারে ডি-কোড দেখিয়ে জনগণকে হাজার হাজার টাকা জরিমানা আরোপে দপ্তরের তীব্র বিরোধিতা করেছে ইউনিয়ন।
স্মার্ট চিপ যুক্ত মিটার বসানোর বিরুদ্ধে বিক্ষোভ কীর্তি কিষাণ ইউনিয়নের

মতামত দিন