বুধবার হায়দ্রাবাদে একটি সম্মেলন থেকে পাওয়া প্রতিবেদন থেকে জানা গেছে, তেলেঙ্গানায় প্রতি তিনজন কৃষকের মধ্যে একজন ভাগচাষি। সেরাজ্যে হাজার হাজার কৃষকদের মধ্যে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্ত উঠে এসেছে। রাইথু স্বরাজ্য ভেদিকা ৭৭৭৪ জন কৃষকের ওপর সমীক্ষা করেছে, যার মধ্যে ২৭৫৩ জন ভাগচাষি।
যদিও তেলেঙ্গানা সরকার আগেই বলেছিল যে ভাগচাষিদের সংখ্যা চিহ্নিত করা যায়নি কারণ তাঁরা যে জমি চাষ করেন তা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। সরকারের অবস্থানের বিপরীতে গবেষকরা উল্লেখ করেছেন যে তাঁদের সমীক্ষায় দেখা গেছে যে ৭২ শতাংশ ভাগচাষি একই জমিতে তিন বছরেরও বেশি সময় ধরে চাষ করছেন।
তেলেঙ্গানা রাজ্যে গড়ে একজন ভাগচাষির সাধারণ ভাবে ২৪ শতাংশ থেকে ৬০ শতাংশ সুদের হারে ২.৬ লক্ষ টাকা ঋণ রয়েছে। তাঁদের ৭৫ শতাংশ বেসরকারি ঋণদাতা হলেন সার ব্যবসায়ী, এমনকী জমির মালিকও । প্রসঙ্গত, প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে অবিলম্বে ভাগচাষিদের চিহ্নিত করতে হবে এবং তাঁদের জন্য রাইথু বন্ধু, রাইথু ভীমা এবং শস্য বিমা প্রকল্পের মতো ব্যবস্থার পাশাপাশি এলইসি কার্ড ইস্যু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।
সূত্র- দ্য নিউজ মিনিট
তেলেঙ্গানার ভাগচাষিরা ঋণের দায়ে জর্জরিত

মতামত দিন