নিজস্ব সংবাদদাতা: গোটা রাজ্যে জমি চুরির ধুম পড়েছে। কিন্তু তেহট্টে যেটা হচ্ছে সেটা জমি চুরি নয়, একেবারে ডাকাতি। যেমন বেতাইয়ের অনিল দাসের বাবা জ্যোতিষ দাস হাসপাতাল করার জন্য চার বিঘা জমি দিয়েছিলেন।
শর্ত ছিল জমিতে হাসপাতাল না হলে তিনি জমি ফিরে পাবেন। হাসপাতাল হয়নি। তাই আইনানুগভাবে জমি রেকর্ড হয়েছে অনিল দাস সহ তাদের চার ভাই এবং এক বোনের নামে। এরপর হঠাৎ করে আবির্ভাব ঘটে তৃণমূল বিধায়ক তাপস সাহা এবং জেলা পরিষদের সদস্যা টিনা সাহার। তাঁরা ঘোষণা করে দেন ওই জমিতে খেলার মাঠ হবে।
এদিকে ওই জমিতে জমির মালিকেরা কলা গাছ লাগিয়েছিলেন। পুলিশ এবং তৃণমূলী বাহুবলীরা এলাকার মানুষকে বলে কলাগাছ তুলে দিতে। তাঁরা রাজি না হওয়ায় পুলিশ এবং তৃণমূলী বাহুবলীরা বাধ্য হয় ফিরে যেতে। সারা ভারত কৃষকসভার তেহট্ট এক ল ব্লক কমিটি ঘটনার তীব্র প্রতিবাদ করে এবং জনগণকে এই দুর্নীতির বিরুদ্ধে সংঘটিত করে।
তৃণমূল বিধায়কের মদতে জমি দখলের চেষ্টা, প্রতিরোধ গ্রামবাসীদের

মতামত দিন