আলিপুরদুয়ারে শ্রমিকদের তোলা চা পাতা নিল না বাগান কর্তৃপক্ষ। আর তাতে ক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা। তাঁরা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। এই গন্ডগোলের মূলে দু’বেলা কাজ করতে শ্রমিকদের অস্বীকার করা। এই নিয়েই ক্ষোভ তৈরি হয় কালচিনির ডিমা ও নিমতি চা বাগানে। শ্রমিকরা জানিয়েছেন, এই শুখা মরসুমে দু’বেলা চা পাতা তুলতে তাঁরা রাজি নন।
শ্রমিকরা অভিযোগ করেন, তোলা চা পাতা কারখানায় জমা করতে গেলে বাগান কর্তৃপক্ষ জানায়, দু’বেলা কাজ না করলে তাঁদের পাতা নেওয়া হবে না। শ্রমিকদের মুখের উপর কারখানার দরজা বন্ধ করেও দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান।
সূত্র- নিউজ ১৮ বাংলা
দু’বেলা কাজ না করায় শ্রমিকদের থেকে চা পাতা নিল না বাগান কর্তৃপক্ষ

মতামত দিন