নিজস্ব সংবাদদাতা: চা শ্রমিকদের পিএফ-সহ ৫ দফা দাবিতে দ্বিতীয়বার অবস্থান বিক্ষোভ শুরু করেছে আইএনটিটিইউসি। রবিবার শিলিগুড়িতে বিজেপি সাংসদ রাজু বিস্তের বাড়ির সামনে ওই বিক্ষোভ হয়।
এই বিক্ষোভে নেতৃত্ব দেন শ্রমমন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি। এদিন শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকেরা পিএফের টাকা পাচ্ছেন না। কারণ পিএফের সঙ্গে এবার আধার যুক্ত করা হয়েছে। এদিকে, আধার কার্ড তৈরি হচ্ছে না। আধার কার্ড দিল্লির সরকার তৈরি করে। পিএফও দিল্লি সরকারের অধীনে। তাদের গাফিলতির জন্য লক্ষ লক্ষ চা-শ্রমিক আজ বঞ্চিত হচ্ছেন। তাঁদের ন্যায্য টাকা, ন্যায্য পাওনা পাচ্ছেন না। যত দিন না এই সমস্যা মিটবে, আমাদের আন্দোলন চলবে।’
শ্রমমন্ত্রী আরও বলেন, “দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, শ্রমিকদের স্বাস্থ্যের বিষয়টি দেখা হচ্ছে না। স্বাস্থ্যকেন্দ্রগুলি বেহাল হয়ে পড়ে আছে। কেন্দ্রীয় সরকারের এদিকেও নজর নেই”।
চা শ্রমিকদের দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ

মতামত দিন