উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স অঞ্চলে চা চাষ ভয়ঙ্কর ক্ষতির মুখে। এর কারণ হিসেবে বৃষ্টির ঘাটতির পাশাপাশি সরকারি উদাসীনতাকেও দায়ী করছেন চা চাষিরা। দীপাবলির পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দেখা নেই। যার ফলে বাতাসের আর্দ্রতার পরিমাণ কমে গেছে। এর জেরে গাছের বাষ্পমোচনের হার বেড়ে যাওয়ায় ভূ-গর্ভস্থ জল বেরিয়ে গিয়ে শুষ্কতা তৈরি হচ্ছে। সঙ্গে যুক্ত হয়েছে হেলোপেলটিসের মতো রোগপোকার আক্রমণ। প্রকৃতির এমনই নানা বিরূপতার কারণে এবার ডুয়ার্সে নভেম্বরের মাসের চা উৎপাদন গতবারের থেকে মার খেল সাড়ে ৪ শতাংশেরও বেশি।
উল্লেখ্য, আর কয়েক দিন পরেই শেষ হতে চলেছে চা মরশুম। ফলে ঘাটতি যে পূরণ করা সম্ভব নয় এ ব্যাপারে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা। চা মালিকদের অন্যতম সংগঠন ডিবিআইটিএ-র সম্পাদক সঞ্জয় বাগচি বলেন, “চলতি মাসের ১৭ তারিখ থেকে বাগানগুলিতে কাঁচা পাতা তোলা বন্ধ হয়ে যাবে। যার অর্থ এবারের মরসুম প্রায় শেষ। ফলে সার্বিক ঘাটতি আর পূরণ হবে না বলেই ধারণা”। অনাবৃষ্টির সঙ্গে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের নীরবতায় ক্ষতির মুখে পড়তে চলেছে চা শিল্পের সঙ্গে যুক্ত ক্ষুদ্র চাষিরা।
সূত্র – উত্তরবঙ্গ সংবাদ
অনাবৃষ্টিতে ক্ষতির মুখে তরাই-ডুয়ার্সের চা চাষিরা

মতামত দিন