নিজস্ব সংবাদদাতা: আগামী ২৭ এপ্রিল বে এল আর ও দপ্তরের সামনে ঐক্যবদ্ধ চা শ্রমিকদের নিয়ে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে চা শ্রমিক সংগঠনের যৌথ জয়েন্ট ফোরাম। সোমবার হিলকোর্টের সিআইটিইউ জেলা দপ্তরে সাংবাদিক বৈঠকে জানানো হল।
সিআইটিইউ নেতা জিয়াউল আলম জানিয়েছেন, ‘শ্রমিকদের ন্যুনতম মজুরি ও ন্যায্য জমির অধীকার প্রদান করতে হবে সরকারকে।’ ‘পুঁজিপতিদের হাতে জমি ছেড়ে দেওয়া হবে না,’ বলে জানানো হয়েছে এই মঞ্চ থেকে।
বিধানসভায় পশ্চিমবঙ্গের লিজ হোল্ড ল্যান্ডকে ফ্রি হোল্ড ল্যান্ডে পরিনত করে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে এই আনন্দোলন। চা শ্রমিক নেতা সমন পাঠক উপস্থীত ছিলেন এই বৈঠকে। আগামী ১২ এপ্রিল শিলিগুরিতে শ্রম দপ্তরের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে অংশগ্রহন করবে জয়েন্ট ফোরাম।
জয়েন্ট ফোরাম জানিয়েছে, স্বাধীনতার ৭৫ বছর পরেও চা শ্রমিকরা জমির অধীকার থেকে বঞ্চিত, মাসিক ৭ হাজার টাকা মজুরিতে শ্রমিকদের সাধারন জীবন যাপন, চিকিৎসা ও তাঁদের ছেলে মেয়েদের পড়াশুনো করান ও অসম্ভব হয়ে পড়ে তাঁদের কাছে। শ্রমিক বিরোধী চা বাগানের এই অবস্থানের বিরুদ্ধে জোড় কদমে আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয় এই বৈঠকে।
ন্যায্য মজুরি ও জমির অধীকারের দাবিতে ২৭ এপ্রিল চা শ্রমিকদের আন্দোলনের ডাক

মতামত দিন