সরকারি তথ্য অনুযায়ী পাঞ্জাবের আখচাষিরা পাঁচ বছরে সর্বনিম্ন বকেয়া আদায় করেছেন চিনিকল থেকে। পাঞ্জাবের খাদ্য ও জনবন্টন বিভাগ থেকে পাওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী ২০২১-২২ সালে চিনিকলগুলো থেকে আখচাষিরা বকেয়া ৫৯১০ কোটি টাকা আদায় করেছেন, যা কীনা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
আরেকটি রাজ্য যেখানে আখের বকেয়া বেশি তা হল গুজরাট। গুজরাটে, ২০২১-২২ মৌসুমে ৩৮৯১ কোটি টাকার মধ্যে ২৮৯২ কোটি টাকা কৃষকদের দেওয়া হয়েছে। এখনও অবধি বকেয়া রয়েছে ১০৩৫ কোটি টাকা (৩৪.৫ শতাংশ)।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আখচাষিরা পাঁচ বছরে সর্বনিম্ন বকেয়া আদায় করেছেন চিনিকল থেকে

মতামত দিন