বকেয়া প্রাপ্য অর্থের দাবিতে পাঞ্জাবের সাংরুর এলাকায় আখ চাষিদের বিক্ষোভ চলছে। ধুরি চিনিকল ও পাঞ্জাব সরকার চাষিদের মোট ৯ কোটি টাকা আটকে রেখেছে বলে অভিযোগ। কৃষকদের বক্তব্য, কৃষির বৈচিত্র্যকরণের লক্ষ্যে সরকার কৃষকদের সহায়তার শুধু প্রতিশ্রুতি দিয়ে যায়। কিন্তু তা বাস্তবায়িত হয় না। ফসল বিক্রির করার পরে কয়েক মাস কেটে গেলেও চাষিদের হাতে টাকা পৌঁছয় না। এই ব্যাপারে রাজ্য সরকারের এক প্রশাসনিক আধিকারিকের বক্তব্য, “আমরা কৃষকদের বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করছি এবং চেষ্টা করছি তাঁদের দাবি পূরণের।” জানা গেছে, চিনি কলে যাতে চিনির নিলাম করে কৃষকদের হাতে শীঘ্র টাকা পৌঁছে দেওয়া যায়, সেই ব্যাপারে রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা কিছুটা তৎপর হয়েছেন।
সূত্র- দ্য ট্রিবিউন
অবিলম্বে বকেয়া প্রাপ্য অর্থের দাবিতে পাঞ্জাবে আখ চাষিদের বিক্ষোভ

মতামত দিন