পাঞ্জাবের ৩১টি কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাঞ্জাবের কৃষিমন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল প্রতি কুইন্টাল আখের দাম ৪০০ টাকা ধার্য করার আশ্বাস দিয়েছেন। এই আশ্বাস পেয়েই আগামী ৩ অক্টোবর ধানওয়ালী হাইওয়েতে ২৪ ঘন্টা ব্যাপী প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নিলেন কৃষক সংগঠনগুলো। পাঞ্জাবের কৃষিমন্ত্রী জানিয়েছেন, আগামী ৩ অক্টোবর পাঞ্জাবের বিধানসভা ভবনে মুক্যমন্ত্রী সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন। প্রসঙ্গত, বর্তমানে প্রতি কুইন্টাল আখের দাম ৩৬০ টাকা। কৃষক সংগঠনগুলোর দাবি ছিল, এই দাম বৃদ্ধি করে কুইন্টাল প্রতি ৪৫০ টাকা করতে হবে। শেষমেশ মিটিং-এ সিদ্ধান্ত হয়েছে প্রতি কুইন্টাল আখের দাম ৪০০ টাকা ধার্য করা হবে। আপাতত সরকারের এই সিদ্ধান্ত মেনে নিচ্ছে পাঞ্জাবের কৃষক সংগঠনগুলি।
সূত্র- দ্য ট্রিবিউন
বাড়ানো হবে আখের দাম, মন্ত্রীর আশ্বাস পেয়ে কৃষক সংগঠনগুলির প্রতিবাদ কর্মসূচী প্রত্যাহার

মতামত দিন