পাঞ্জাবের মুকেরিয়ানে বুধবার কৃষক সংগঠনগুলির ডাকে একটি ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি পালন করা হয়। কৃষকদের অভিযোগ মাসের পর মাস তাঁরা পাঞ্জাবের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ আন্দোলন করলেও পাঞ্জাব সরকার তাঁদের দাবি পূরণের ব্যাপারে উদাসীন। কৃষক নেতারা বলেন, “পাঞ্জাব সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ৫ নভেম্বরের মধ্যে বেসরকারি চিনিকলগুলি খুলবে কিন্তু রাজ্য এখনও চিনিকল খোলার ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। সে কারণেই পাঞ্জাবের আখচাষি এবং অন্যান্য কৃষকেরা অনির্দিষ্টকালের জন্য রাস্তায় অবস্থান বিক্ষোভ করছেন”। এছাড়াও তিনি বলেন, “আমাদের নজরে এসেছে, এখন পর্যন্ত সমবায় সমিতিতে যে ডিএপি সার এসেছে তা চাহিদার মাত্র ৪০ থেকে ৪৫ শতাংশ”।
এই বিক্ষোভে বিকেইউ (সিরসা) সভাপতি বলদেব সিং সিরসা, গাব্বা সংঘর্ষ সমিতির সভাপতি সুখপাল সিং দফফার, বিকেইউ (আজাদ) প্রধান অমরজিত সিং রাদা, বিকেইউ (মাঝা) সহ-সভাপতি সাতনাম সিং জাফরওয়াল, বিকেইউ (খোসা) সাধারণ সম্পাদক গুরিন্দর সিং ভাঙ্গু সহ আরো বেশ কিছু কৃষক নেতা উপস্থিত ছিলেন।
সূত্র- দ্য ট্রিবিউন
চিনিকল এখনও বন্ধ, পাঞ্জাবের মুকেরিয়ানে কৃষকদের বিক্ষোভ

মতামত দিন