সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রীয় সরকারকে কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করালো

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

এক বছরের ওপর চলা দিল্লিতে কৃষক আন্দোলন কেন্দ্রীয় সরকার মৌখিক আশ্বাসের পর কৃষকরা প্রত্যাহার করলেও ইউনিয়ন সরকার কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয় সরকার কৃষকদের কোনও দাবিই পূরণ করেনি।

হরিন্দর সিং লাখোওয়াল, সাতনাম সিং বেহরু, রুলদু সিং মানসার সভাপতিত্বে এসকেএম এর বৈঠকে আট দফা দাবি মেনে নেওয়ার জন্য মোদি সরকারের উপর চাপ দেওয়া হয়। সরকার কৃষকদের দিল্লি সীমানায় আন্দোলন শেষ করতে অনুরোধ করে। কিন্তু কৃষকদের দাবিগুলিকে না মেনে সরকার তাঁদের সঙ্গে প্রতারণা করে।

এসকেএম মার্চের দ্বিতীয় সপ্তাহে লোকসভার বাজেট অধিবেশন চলাকালীন দিল্লিতে একটি মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং কৃষক সংগঠনগুলির সমস্ত অমীমাংসিত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের উপর চাপ তৈরি করবে বলেও জানা গেছে।

সূত্র- দ্য ট্রিবিউন

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *