নিজস্ব প্রতিনিধি: শুক্রবার ভুবনেশ্বরে লোহিয়া অ্যাকাডেমিতে ওড়িশা সংযুক্ত কিষাণ মোর্চার (SKM) রাজ্য স্তরের সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে হান্নান মোল্লা। এতে বিভিন্ন সংগঠনের প্রায় ৩৫ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় এসকেএমের ভবিষ্যৎ কর্মসূচি ব্যাখ্যা করেন হান্নান মোল্লা।
সভায় সিদ্ধান্ত হয় জেলা ও ব্লক স্তরে ২৯টি জেলায় ট্রাক্টর সমাবেশের আয়োজন করা হবে। ডাক দিলে তারা পার্লামেন্ট মিছিলেও যোগ দেবেন। প্রয়োজনে কৃষকরা তাঁদের রাজ্যের দাবিদাওয়া নিয়ে রাজ্য স্তরে জঙ্গি আন্দোলন গড়ে তুলবেন বলেও জানান হান্নান মোল্লা। এদিন এক সাংবাদিক সম্মেলনে হান্নান মোল্লা এসকেএম-এর সিদ্ধান্ত তুলে ধরেন।
ওড়িশায় সংযুক্ত কিষাণ মোর্চার পরবর্তী কর্মসূচি ঘোষণা করলেন হান্নান মোল্লা

মতামত দিন