আগামী ২৬ নভেম্বর রাজভবন অভিযানের ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা। উল্লেখ্য, তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করতেই এই অভিযানের ডাক।
সংযুক্ত কিষাণ মোর্চা বিভিন্ন কৃষক সংগঠনের সম্মিলিত মঞ্চ। একটি বিবৃতিতে তারা জানায়, ১৪ নভেম্বর সমাবেশের মাধ্যমে সব রাজ্যে রাজভবন অভিযান করা হবে এবং সারা দেশের রাজ্যপালদের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
প্রসঙ্গত, সংযুক্ত কিষাণ মোর্চার সমন্বয় কমিটি এবং খসড়া কমিটির একটি অনলাইন সভার মাধ্যমে ‘রাজভবন চলো’ আহ্বান জানানো হয়েছিল। এই সভায় হান্নান মোল্লা, দর্শন পাল, যুধবীর সিং, মেধা পাটকর, রাজারাম সিং, অতুল কুমার অঞ্জন, সত্যবান, অশোক ধাওয়ালে, অভীক সাহা, সুখদেব সিং, রামিন্দর সিং, বিকাশ শিশির, ডঃ সুনিলাম প্রমুখ কৃষক নেতারা উপস্থিত ছিলেন।
কৃষক নেতারা জানান, বিভিন্ন রাজ্যে রাজভবন অভিযান মিছিলের প্রস্তুতি চলছে এবং তার জন্য প্রস্তুতিমূলক সভা করা হচ্ছে।
সূত্র- দ্য সিয়াসাত ডেইলি
কৃষক আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে সারা ভারতে ‘রাজভবন চলো’র ডাক সংযুক্ত কিষাণ মোর্চার

মতামত দিন