রাজ্য সরকারের বেঁধে দেওয়া মূল্য বৃদ্ধির দাবিতে ভারতীয় কিষাণ ইউনিয়ন বিকেইউ (টিকাইত)-এর নেতৃত্বে কৃষকরা রবিবার হরিয়ানায় চিনিকলের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারী কৃষকরা চিনিকলের সামনে এক ঘণ্টার জন্য রাস্তা অবরোধ করেন। তাঁদের দাবি, হরিয়ানা সরকারকে আখের এসএপি বর্তমান ৩৬২ টাকা প্রতি কুইন্টাল থেকে ৪৫০ টাকা প্রতি কুইন্টাল বৃদ্ধি করতে হবে। অন্যথায় তাঁরা রাজ্য সরকারের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ শুরু করার হুঁশিয়ারি দেন।
রবিবার হরিয়ানার কর্নালে বিক্ষোভকারী কৃষকরা জেলার তিনটি চিনিকলের বাইরে জড়ো হয়েছিলেন এবং তাঁদের ট্রাক্টর-ট্রেলার পার্ক করে রাস্তা অবরোধ করেন। বিকেইউ-এর রাজ্য সভাপতি রতন মান বিক্ষোভস্থল থেকে বলেন, “কৃষকরা সরকারকে এক সপ্তাহের চরম সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সরকার এসএপি বাড়িয়ে প্রতি কুইন্টাল ৪৫০ টাকা করতে ব্যর্থ হলে রাজ্যে অনির্দিষ্টকালের প্রতিবাদ শুরু হবে”।
সূত্র – হিন্দুস্তান টাইমস
হরিয়ানার কার্নালে আখ চাষিদের বিক্ষোভ

মতামত দিন