পাঞ্জাবের সাঙ্গরুরে ভর্তুকিযুক্ত গমের বীজের ঘাটতিতে বিপাকে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগের বিভিন্ন দফতরে ঘুরেও গমের বীজ না পেয়ে তাঁরা হতাশ। চাষিদের অভিযোগ কৃষি আধিকারিকরা তাঁদের শুধু পুরোনো জাতের বীজ দিচ্ছেন।
ভওয়ানিগড়ের কৃষক দর্শন সিংয়ের অভিযোগ, “বারবার ভবানীগড় দফতরে গিয়ে হতাশ হয়ে, আমি আজ সাঙ্গুরুর প্রধান কৃষি আধিকারিকের দফতরে এসেছি। কিন্তু এখানেও সেই একই ঘটনা ঘটেছে।”
কৃষি উন্নয়ন আধিকারিক (বীজ) আমনদীপ কৌর বলেন, “নতুন জাতের বীজ প্রয়োজনীয় পরিমাণে সরবরাহ করা হচ্ছে না তাই তারা পুরানো জাতের বীজ দিচ্ছে।” পাঞ্জাব স্টেট সিডস কর্পোরেশনের পরিচালন আধিকারিক জাসবিন্দেরপাল সিং গ্রেওয়াল জানিয়েছেন, দু-এক দিনের মধ্যে যাতে এই সমস্যার সমাধান হয়ে যায়, তাঁরা সে চেষ্টা করছেন ।
সূত্র- দ্য ট্রিবিউন
পাঞ্জাবে সাঙ্গরুর জেলায় গমের বীজের ঘাটতি, উদ্বিগ্ন কৃষকেরা

মতামত দিন