নবনির্বাচিত গ্রাম প্রধান এবং কৃষকরা মিলে শনিবার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের জিন্দ জেলার নারওয়ানা শহরে সফরের সময় বিক্ষোভ দেখান। মুখ্যমন্ত্রী, রবিদাসের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে যান। কৃষকরা একযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, দুশো দিনের বেশি সময় ধরে কৃষকরা বিক্ষোভে অনড় রয়েছেন।
সূত্র – দ্য টাইমস অব ইন্ডিয়া
হরিয়ানার মুখ্যমন্ত্রীর জিন্দ সফরের প্রতিবাদ গ্রাম প্রধানদের

মতামত দিন