বাগান মালিকদের বাধ্যবাধকতার সুযোগ নিয়ে হিমাচলে আদানি গোষ্ঠি সর্বনিম্ন দামে আপেল কিনছে বলে অভিযোগ করল সংযুক্ত কিষাণ মোর্চা। পরিস্থিতির বদল না হলে আগামী ১৫ দিন পর থেকে আদানির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মঞ্চের আহ্বায়ক হরিশ চৌহান ও সহ-আহ্বায়ক সঞ্জয় চৌহান। তাঁরা জানিয়েছেন, আপেলের মৌসুম শেষ হওয়ার পরেও আন্দোলন চলবে। আদানি কম পয়সায় আপেল কিনে তাদের দোকানগুলো ভর্তি করছে, এমনটা অভিযোগ করে মোর্চার কড়া হুঁশিয়ারি, আদানির দোকান থেকে আপেল বের হতে দেওয়া হবে না। দোকানের সামনে ৪ মাস পর্যন্ত তাঁবু তৈরি করে সংযুক্ত কিষাণ মোর্চা কৃষক ও বাগান মালিকদের স্বার্থে আন্দোলন চালিয়ে যাবে।
সূত্র- অমর উজালা
প্রসঙ্গ হিমাচলের আপেল চাষিদের দুরাবস্থা: আদানিকে চরম হুঁশিয়ারি সংযুক্ত কিষাণ মোর্চার

মতামত দিন