সাঙ্গুয়েমে চিনি কারখানার দাবিতে আখ চাষিদের বৈঠক

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

গোয়া সরকার যদি সঞ্জীবনী চিনির কারখানাটি ইথানল প্ল্যান্টের সঙ্গে শুরু করতে ব্যর্থ হয়, তবে তাঁরা বিক্ষোভ করবেন বলে সাফ জানালেন সাঙ্গুয়েমের আখ চাষিরা। রবিবার গোয়ার ওয়াদেমে একটি বৈঠকে গোয়া সরকার কৃষকদের অসম্মান করেছে বলে অভিযোগ করেছেন আখচাষিরা৷ তাঁদের সাফ বক্তব্য, গোয়া সরকার যদি প্রতিশ্রুতিপূরণ না করে, সেক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবেন ঐক্যবদ্ধ আখচাষিরা৷

একজন প্রবীণ কৃষক সাগুন গাঁওকার বলেন, “দু’বছর আগে কৃষকরা যখন সাঙ্গুয়েমে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তখন সরকার পাঁচ বছরের জন্য স্থায়ী ফসলের ওপর কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিল। সেই সময়ে, সরকার সঞ্জীবনী চিনি কারখানাটি পুনরায় চালু করার এবং আপাতত কারখানা প্রাঙ্গণে একটি ইথানল প্ল্যান্ট স্থাপনের আশ্বাস দিয়েছিল। তবে ইথানল প্ল্যান্ট স্থাপন বা সঞ্জীবনী চিনি কারখানাটি পুনর্নির্মাণের জন্য সরকার কোনও প্রচেষ্টা চালায়নি।”

কৃষকদের আশঙ্কা, সরকার অন্য প্রতিষ্ঠানের কাছে সঞ্জীবনী চিনি কারখানার জমি হস্তান্তরিত করে চিরতরে কারখানা বন্ধ করার চেষ্টা চালাচ্ছে৷ এই ব্যাপারে একজন আখচাষির বক্তব্য, “আমরা সঞ্জীবনী চিনি কারখানার জমিকে কোনো অবস্থাতেই অধিগ্রহণ করতে দেব না৷

সূত্র- দ্য গোয়ান

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *