গত ৯ অক্টোবর থেকে দাবি আদায়ের জন্য অবস্থান বিক্ষোভ চলছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। পাঞ্জাবের সাঙ্গরুরের কৃষকেরা এই অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন। নিজেদের দাবিদাওয়ার লড়াইয়ে, হকের লড়াইয়ে সাঙ্গরুরে কৃষকদের দীপাবলির রাত কাটবে রাস্তাতেই। মহিলা কৃষকেরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবেন উৎসবের রাতের কৃষিবিদ্রোহকে। জানা গেছে, প্রতিবাদরত কৃষকেরা পাঞ্জাব সরকারের বিরুদ্ধে স্লোগান তোলার পাশাপাশি বিদ্রোহের গেয়ে, নাটক মঞ্চস্থ করে দীপাবলি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। কৃষক নেতা এবং ভারতীয় কিষাণ ইউনিয়নের (একতা-উগ্রাহন) বারনালা ইউনিটের জেলা সভাপতি কমলজিৎ কৌর-সহ কৃষক নেতারা বিক্ষোভরত এই কৃষকদের সঙ্গে উদযাপন করবেন এবারের দীপাবলি। উৎসবের সঙ্গে মিশে যাবে কৃষক সংগ্রাম।
সূত্র-হিন্দুস্তান টাইমস
সাঙ্গরুরে কৃষকদের হকের লড়াইয়ে দীপাবলির রাত কাটবে রাস্তায়

মতামত দিন