ধর্ষণে অভিযুক্ত হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিংকে বয়কটের ডাক দিলেন কৃষক নেতা রবি আজাদ। তিনি বলেন, দেশের সরকার এক নাগাড়ে সন্দীপ সিংকে বাঁচানোর চেষ্টা করছে। যতদিন এইরকম জঘন্য মানসিকতার মানুষ ক্ষমতায় থাকবে ততদিন কোনো মেয়েই দেশের কোনো কোণাতেই সুরক্ষিত নয়। তাই নির্যাতিতা অ্যাথলেটিক্স কোচকে সুবিচার পাইয়ে দিতে মন্ত্রী এবং প্রাক্তন হকি অধিনায়ক সন্দীপ সিংকে বয়কটের ডাক দিলেন তিনি।
সূত্র- সংযুক্ত কিষাণ মোর্চা
সন্দীপ সিংয়ের বিরুদ্ধে সরব কৃষক নেতা রবি আজাদ

মতামত দিন