ধর্ষণে অভিযুক্ত হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিংয়ের বিরুদ্ধে আওয়াজ তুলছেন কৃষকরা। সরকারের কাছে সন্দীপ সিংকে বরখাস্তের দাবি রেখেছে ধঙ্কর খাপ-১২ পঞ্চায়েত। তারপর দিল্লির ঝারোদা গ্রামে হওয়া একটি পঞ্চায়েতে ধঙ্কর খাপ-১২ পঞ্চায়েতকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হল। এই পঞ্চায়েতের তরফ থেকে শনিবারের মধ্যে হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিংকে বরখাস্ত করার দাবি করা হয়। বাবা হরিদাস মন্দিরের প্রাঙ্গণে চার ঘণ্টা ধরে চলা পঞ্চায়েতও এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।
পঞ্চায়েত কর্তৃপক্ষ থেকে জানানো হয়, সরকার যদি মন্ত্রীকে বরখাস্ত না করে তাহলে তাঁরা দিল্লিতে একটি সর্ব খাপ মহাপঞ্চায়েত আয়োজন করবেন। চাষিরা প্রশ্ন তোলেন, চণ্ডীগড় পুলিশ এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা সত্ত্বেও অভিযুক্ত কী করে মন্ত্রীত্বের ক্ষমতা উপভোগ করতে পারে। ডাগর খাপের মুখপাত্র এবং সর্বভারতীয় জাঠ মহাসভার প্রধান রাজেন্দ্র সিং ডাগর বলেন, মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ আসার পরেও কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। সরকারের এমন ব্যবহার এটাই প্রমাণ করছে যে সরকার অভিযুক্ত সন্দীপ সিংকে রক্ষা করছে। কিন্তু কৃষকরা এই অনাচার মেনে নেবেন না। যতক্ষণ না সরকার কোন পদক্ষেপ গ্রহণ করছে ততক্ষণ তাঁরা বিক্ষোভ করবেন।
সূত্র- ট্রিবিউন ইন্ডিয়া
ধর্ষণে অভিযুক্ত সন্দীপ সিংকে বরখাস্তের দাবি তুলল দিল্লির কৃষক পঞ্চায়েত

মতামত দিন