তেলেঙ্গানার নালগোন্ডা জেলা জুড়ে বেশ কয়েকটি মন্ডলের কৃষকরা শুক্রবার তাদের ক্ষেতে অননুমোদিত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিরুদ্ধে বিক্ষোভ করেন। নক্রেকাল, নালগোন্ডা, নাগার্জুনসাগর, থিপ্পারথি এবং অন্যান্য মন্ডলে অনুষ্ঠিত আন্দোলনে বিপুল সংখ্যক চাষি অংশগ্রহণ করেন।
নক্রেকাল মন্ডলের কাদাপার্থী গ্রামে, কৃষকরা স্থানীয় সাবস্টেশনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা শুক্রবার একটি সমাবেশের মাধ্যমে প্রধান সড়ক অবরোধ করে।চাষিদের অভিযোগ তাঁরা চার ঘণ্টা ধরে বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন। কিছু বিক্ষোভ সহিংস রূপ নেয়, বিভিন্ন স্থানে কৃষক ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
সূত্র- ভি ৬ নিউজ তেলেগু
তেলেঙ্গানায় বিদ্যুত বিভ্রাটের বিরুদ্ধে বিক্ষোভ চাষিদের

মতামত দিন