ঋণের বোঝার কারণে বৌধ জেলার এক কৃষকের মৃত্যুর অভিযোগে শুক্রবার এক ঘন্টার জন্য মুলতবি থাকল ওড়িশা বিধানসভা। সকাল সাড়ে ১০ টা নাগাদ বিধানসভা কক্ষে প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, বিরোধী বিধায়করা কক্ষে ঢুকে পড়েন এবং ওই কৃষকের মৃত্যু নিয়ে আলোচনা করার দাবি জানান।
বিরোধীদের মতে, বৃহস্পতিবার ওই কৃষককে পণ্য বিক্রি করার জন্য টোকেন দেওয়া হয়। তবু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করিয়ে রাখলেও তাঁর ফসল কেনা হয়নি। সে কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে ওই কৃষকের মৃত্যু হয়েছে। এদিকে সরকারের তরফে বলা হয়, ওই কৃষক মাণ্ডিতে ধান বিক্রি করতে ব্যর্থ হন। সেই মানসিক চাপ থেকেই তাঁর মৃত্যু হয়। আলোচনা শেষে স্পিকার বি কে আরুখার তরফে কোনও সদুত্তর না মেলায় বিধানসভা ১ ঘণ্টার জন্য মুলতুবি ঘোষনা করা হয়।
সূত্র- দ্য প্রিন্ট
কৃষকের মৃত্যুতে ওড়িশা বিধানসভায় প্রতিবাদ

মতামত দিন