কৃষক বিরোধী হিসেবে কুখ্যাত কেন্দ্রের বিজেপি সরকার। গুজরাতের বিজেপি সরকারও এর ব্যতিক্রম নয়। কিন্তু সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে অতিবৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত গুজরাতের কৃষকরা। এই কারণে ইতিমধ্যেই ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন কৃষকেরা। প্রথম দিকে কৃষকদের এই দাবি উপেক্ষা করছিল গুজরাত সরকার। কিন্তু তার জেরে গুজরাতে ক্রমশই কোণঠাসা হচ্ছিল বিজেপি। আর তাই এইবার মুখরক্ষায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কৃষকদের জন্য ৬৩০ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করতে বাধ্য হল গুজরাতের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে গুজরাত সরকারের ক্যাবিনেট বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন গুজরাতে কৃষক বিক্ষোভ চরমে পৌঁছেছে আর তাই রাজ্য সরকার মুখ রক্ষার তাগিদে এই ক্ষতিপূরণের ঘোষণা করে ভোট বৈতরণী পার হতে চাইছে।
প্রসঙ্গত, এবছর বর্ষায় অতিবৃষ্টির কারণে গুজরাটে ফসলের ক্ষতি হয়। ক্ষতির মূল্যায়নে রাজ্য সরকারের তত্ত্বাবধানে ১৪টি জেলায় সমীক্ষা চালানো হয়। এই জেলাগুলো হল, ছোটাউদেপুর, নর্মদা, পঞ্চমহল, নবসারি, ভালসাদ, ডাং, তাপি, সুরাট, কচ্ছ, জুনাগড়, মরবি, পোরবন্দর, আনন্দ ও খেদা। কৃষকদের ক্ষোভ প্রশমনে এই সমীক্ষার ওপর ভিত্তি করে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে কৃষকদের এই ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।
সূত্র- এনডিটিভি
কৃষকদের ক্ষতিপূরণ দিতে বাধ্য হল গুজরাত সরকার

মতামত দিন