বিদ্যুতের তার ক্ষেতের ওপর দিয়ে যাওয়ার বিরোধিতা করলেন বাঁকুড়ার কৃষকরা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের অন্তর্গত নন্দনপুর ও আরি গ্রামের ঠিক পাশেই অবস্থিত দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত মিডিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। একেই বছরভর এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাইয়ের জেরে কৃষকদের জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে ৷ তার উপর আরও বিপত্তি দানা বাঁধল হাইটেনশন তার নিয়ে ৷ ডিভিসি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত হাইটেনশন তার গ্রামের মধ্যে দিয়ে যাবে ।

গ্রামবাসীদের দাবি, এই হাইটেনশন তার গ্রামের মধ্যে দিয়ে গেলে তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, এমনকী জীবনহানিরও আশঙ্কা আছে বলেও তাঁরা জানান। তাই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন তাঁরা। যতক্ষণ না দামোদর ভ্যালি কর্পোরেশন কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত থেকে পিছু হঠছে ততক্ষণ পর্যন্ত তাঁদের এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন কৃষকরা ।

সূত্র- ইটিভি ভারত

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *