বিশেষ ফটো ফিচার: ২৬ জানুয়ারি দেশজুড়ে সংযুক্ত কিষাণ মোর্চার নানা কর্মসূচি, পর্ব – ২

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 2

সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সারা দেশের কৃষকরা বিভিন্ন রাজ্যের জেলায় জেলায় ট্রাক্টর মিছিল, পদযাত্রা এবং আরও নানা কর্মসূচি পালন করলেন। দিল্লির কৃষক আন্দোলনে শহিদ হওয়া চাষিদের স্মরণ করলেন তাঁরা। আমরা ফটো ফিচারের মাধ্যমে ধারাবাহিকভাবে সংযুক্ত কিষাণ মোর্চার এদিনের দেশব্যাপী ট্রাক্টর মিছিল, পদযাত্রা এবং শহিদ স্মরণ অনুষ্ঠানের ছবি ও সেই সংক্রান্ত তথ্যালাপ তুলে ধরছি। দ্বিতীয় পর্বে থাকছে তেলেঙ্গানা, কেরালা, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থান।

তেলেঙ্গানা

সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে ২৬ জানুয়ারি ট্রাক্টর নিয়ে মিছিল করেন কৃষকরা।

এদিন কৃষক ঐক্য দিবস উপলক্ষ্যে এক বিশাল মিছিল হায়দ্রাবাদের গোটা অঞ্চল পরিক্রমা করে।

তেলেঙ্গানার নিজামাবাদেও সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে ২৬ জানুয়ারি এক বিশাল ট্রাক্টর মিছিল আয়োজিত হয়।

তেলেঙ্গানার নিজামাবাদে এদিন কৃষক ঐক্য দিবস উপলক্ষ্যে এক বিশাল মিছিল শহর পরিক্রমা করে।

কেরালা

এদিন কেরালাতে এক বিশাল ট্রাক্টর মিছিল শহরের রাস্তার দখল নেয়।

কেরালায় সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে এদিন কৃষকদের হকের দাবিদাওয়া নিয়ে এক সুবিশাল মিছিল নগর পরিক্রমা করে।

কেরালায় ট্রাক্টর মিছিল ও পদযাত্রা শেষে কৃষকরা দিল্লির কৃষক আন্দোলনে শহিদ হওয়া চাষিদের স্মরণ করলেন।

মধ্যপ্রদেশ

এদিন কৃষক ঐক্য দিবস উপলক্ষ্যে মধ্যপ্রদেশে ট্রাক্টর মিছিল আয়োজিত হয়।

হরিয়ানা

হরিয়ানার পলওয়ালে এদিন এক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা শেষে কৃষক নেতারা দিল্লির কৃষক আন্দোলনে শহিদ হওয়া চাষিদের স্মরণ করলেন।

হরিয়ানায় ২৬ জানুয়ারি ট্রাক্টর মিছিলের নেতৃত্ব দেন কৃষক নেতারা।

ট্রাক্টর মিছিল থেকে বিজেপি সরকার বিরোধী স্লোগানে আশপাশ মুখরিত হয়ে ওঠে।

ধর্মের নামে বিভাজন রুখবেন চাষিরাই। এই প্রত্যয় ধরা পড়ল এদিনের মিছিলে।

দিল্লির কৃষক আন্দোলনে শহিদ হওয়া চাষিরা ছাড়াও ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরও স্মরণ করলেন কৃষকরা। এদিনের মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল নজরে পড়বার মতো।

হরিয়ানার পলওয়ালে এদিন জনসভায় বক্তব্য রাখেন গণ আন্দোলনের নেত্রী মেধা পাটকর। তাঁর যোগদান এদিনের জনসভাকে উদ্দীপিত করে।

রাজস্থান

সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে এদিন রাজস্থানে কৃষকদের হকের দাবিদাওয়া নিয়ে এক সুবিশাল ট্রাক্টর মিছিল আয়োজিত হয়।

এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *