ছবিতে ‘রাজভবন অভিযান কর্মসূচি’: ত্রিপুরা, মধ্যপ্রদেশ ও রাজস্থান

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

সংযুক্ত কিষাণ মোর্চার দ্বিতীয় পর্যায়ের আন্দোলন-সংগ্রাম শুরু হয়েছে গত ২৬ নভেম্বর গোটা দেশে ‘রাজভবন চলো’ কর্মসূচির মধ্য দিয়ে। আমরা ফটো ফিচারের মাধ্যমে ধারাবাহিকভাবে ঐতিহাসিক রাজভবন অভিযান কর্মসূচির ছবি ও সেই সংক্রান্ত তথ্যালাপ তুলে ধরছি। তৃতীয় পর্বে থাকছে ত্রিপুরা, মধ্যপ্রদেশ ও রাজস্থান

ত্রিপুরা

সংযুক্ত কিষাণ মোর্চার রাজভবন অভিযান কর্মসূচি অভিযানে ত্রিপুরার আগরতলায় মানুষের ঢল। ১/৪

আগরতলার রাজপথে কৃষক-জনতার মিছিল এগিয়ে চলেছে। ২/৪

কৃষক-মেহনতি মানুষের সংগ্রামে আগরতলায় শামিল হয়েছিলেন মধ্যবিত্ত বহু মানুষ। ৩/৪

সারা ভারত কৃষক সভার কর্মীরা আগরতলায় মোর্চার রাজভবন অভিযান কর্মসূচিতে। ৪/৪

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশের ভোপালে রাজভবন অভিযান কর্মসূচিতে জমায়েত কৃষক-ক্ষেতমজুররা। ১/৪

হাজারও কৃষিজীবী মানুষের জমায়েতে মুখরিত ভোপাল। ২/৪

এমএসপি আইন প্রণয়ন, বিদ্যুৎ বিল বাতিল-সহ কৃষকদের যেসব দাবি বকেয়া রেখেছে কেন্দ্রের মোদি সরকার, অবলিলম্বে সেসব দাবি যাতে পূরণ করা হয় এবং রাজ্যও যাতে কৃষক স্বার্থের পরিপন্থী অবস্থান থেকে সরে আসে- সেইসব হুঁশিয়ারিকে সামনে রেখে মোর্চার মধ্যপ্রদেশ নেতৃবর্গের সভা। ৩/৪

ভোপালের রাজপথ দখল নিয়েছিলেন কৃষক-ক্ষেতমজুর-মেহনতি জনতা। ৪/৪

রাজস্থান

রাজভবন অভিযান কর্মসূচিকে ঘিরে জয়নগরে পুলিশের সঙ্গে মোর্চার কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি। ১/২

রাজভবন অভিযানে জয়পুরে শামিল হয়েছিলেন বহু প্রবীণ কৃষকনেতা। ২/২

এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *