ছবিতে ‘রাজভবন অভিযান কর্মসূচি’: দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাডু ও গোয়া

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

সংযুক্ত কিষাণ মোর্চার দ্বিতীয় পর্যায়ের আন্দোলন-সংগ্রাম শুরু হয়েছে গত ২৬ নভেম্বর গোটা দেশে ‘রাজভবন চলো’ কর্মসূচির মধ্য দিয়ে। আমরা ফটো ফিচারের মাধ্যমে ধারাবাহিকভাবে ঐতিহাসিক রাজভবন অভিযান কর্মসূচির ছবি ও সেই সংক্রান্ত তথ্যালাপ তুলে ধরছি। চতুর্থ পর্বে থাকছে দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাডু ও গোয়া 

দিল্লি

সংযুক্ত কিষাণ মোর্চার রাজভবন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে ফের দিল্লির রাজপথে কৃষকেরা। ১/২

রাস্তাই একমাত্র রাস্তা ৷ ফের দিল্লিতে বুঝিয়ে দিচ্ছেন মোর্চার কৃষক নেতৃবর্গ-সহ কৃষক জনতা ৷ ২/২

মহারাষ্ট্র

মোর্চার রাজভবন কর্মসূচিকে কেন্দ্র করে পুনেতে কৃষক-জনতার বিক্ষোভ । ১/৩

মহারাষ্ট্রের নাসিকে মোর্চার জনসভার মঞ্চে নেতৃবৃন্দ । ২/৩

মোর্চার রাজভবন অভিযান কর্মসূচিকে ঘিরে নাসিকে কৃষক-জনতার ঢল । ৩/৩

তামিলনাডু

তামিল কৃষক-জনতার অবস্থান চলল । ১/৪

কৃষক বিরোধী মোদি সরকারের বিরুদ্ধে তামিলনাডুতে কৃষিজীবীদের অবস্থান ৷ বকেয়া দাবিপূরণের লক্ষ্যে চলল বিক্ষোভ । ২/৪

অবস্থান থেকে দাবি উঠল অবিলম্বে কেন্দ্রে এবং রাজ্যে এমএসপি আইন প্রণয়ন করতে হবে ৷ কেন্দ্রকে বিদ্যুৎ বিল বাতিল করতে হবে । ৩/৪

রাজ্যপালের প্রতিনিধির কাছে স্মারকলিপি পেশ করছেন মোর্চার তামিল নেতৃবৃন্দ ৷ ৪/৪

গোয়া

গোটা দেশে সংযুক্ত কিষাণ মোর্চার রাজভবন কর্মসূচির সূত্রেই কৃষকদের প্রতিবাদ মিছিলের সাক্ষী থাকলো গোয়াও ৷ শুরু হল সংযুক্ত কিষাণ মোর্চার দেশব্যাপী সংগ্রামের দ্বিতীয় পর্ব ৷ ১/১

এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *