পাঞ্জাবের সরকারের বিরুদ্ধে জলন্ধরে কৃষকদের অনির্দিষ্টকালীন প্রতিবাদ মঙ্গলবার এগারো দিনে পড়ল। কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির রাজ্য আহ্বায়ক সুখবিন্দর সিং সাব্রা এবং জেলা সভাপতি সালবিন্দর সিং জেনিয়ানের নেতৃত্বে কৃষকেরা সাংসদ সন্তোখ চৌধুরীর বাসভবনের বাইরে জড়ো হয়েছিলেন। সাংসদের হাতে কৃষকদের দাবিপত্র পেশ করা হয়।
কৃষক নেতারা আসন্ন শীতকালীন অধিবেশনে তাঁদের দাবিগুলো সংসদে পেশ করার ব্যাপারে সাংসদ সন্তোখ চৌধুরীকেও আবেদন করেন। তাঁরা বলেন যে ধানের খড় পরিচালনার জন্য ক্ষতিপূরণ, চাষিদের সঙ্গে জমি নিলাম বন্ধ করা, জল নিকাশী ব্যবস্থা সুনিশ্চিত করার পাশাপাশি জলদূষণ থেকে নদীকে রক্ষা করা এবং জলদূষণের জন্য দায়ি শিল্পপ্রতিষ্ঠান ও কারখানার বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানান কৃষক নেতারা। তাঁদের সাফ দাবি, এগুলোর বিষয়ে পাঞ্জাব সরকারকে অবিলম্বে পদক্ষেপ করতে হবে।
সূত্র- দ্য ট্রিবিউন
সংসদে কৃষকদের দাবিগুলি উত্থাপন করতে হবে : সাংসদকে কৃষকদের আর্জি

মতামত দিন