প্রতিশ্রুতিই সার, কৃষকদের বিরুদ্ধে রেলের এফআইআর এখনও প্রত্যাহার হয়নি, আন্দোলনের পথে কৃষকেরা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 2

কৃষক নেতা রাকেশ বাইনসের দায়ের করা তথ্য জানার অধিকার আইনে মামলা থেকে সম্প্রতি জানা গেছে, কৃষক আন্দোলনের সময় হরিয়ানার রেল সুরক্ষা বাহিনীর দায়ের করা ১২ টি এফআইআর এখনও প্রত্যাহর করা হয়নি। কৃষকেরা আর এরই প্রতিবাদে তাঁরা আগামী ২৪ নভেম্বর হরিয়ানার আম্বালায় একটি মিছিলের ডাক দিয়েছেন।

রেলওয়ে পুলিশ সুরক্ষা বাহিনীর জনসংযোগ অধিকর্তা সম্প্রতি বাইনসকে জানিয়েছেন, তথ্য অনুসারে তাদের বিরুদ্ধে দায়ের করা ১২ টি মামলার একটিও প্রত্যাহার করা হয়নি। তথ্য জানার অধিকার আইনের অধীনে দায়ের করা একটি আবেদনে ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র বাইনস মামলাগুলি প্রত্যাহারের আদেশের একটি অনুলিপিও চেয়েছিলেন। এ প্রশ্নের জবাবে জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে কোনো আদেশ এখনও পাইনি’।

প্রসঙ্গত, ২০২০ সালে তাঁরা তিনটি বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের জেরে কালা কৃষি কানুন বাতিল করার কথা জানায় কেন্দ্র। একই সঙ্গে ২০২১ সালের ডিসেম্বরে কৃষকদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহারের ব্যাপারেও তারা সম্মত হয়েছিল। কৃষক নেতা গুরনাম সিং চাদুনি বুধবার একটি সাংবাদিক সম্মেলনে বলেন যে , “সরকার আমাদের আশ্বস্ত করেছিল আন্দোলনকারী কৃষকদের হয়রানি করা হবে না কিন্তু তারপরও তাদের পাসপোর্ট সংক্রান্ত কাজ এবং অস্ত্র লাইসেন্স বন্ধ করা হচ্ছে। এমনকি তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন ছাড়াও অতীতের আন্দোলনেও কৃষকদের বিরুদ্ধে ৩০ টির মতো মামলা নথিভুক্ত করা হয়েছিল। সেসব মামলাও এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়নি।”

সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *