লখিমপুরে কৃষকের শাহাদতের স্মরণে আগামী ৩ অক্টোবর রেলরোকো

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

লখিমপুরে কৃষকের শাহাদতের স্মরণে আগামী ৩ অক্টোবর পাঞ্জাবে রেল রোকো কর্মসূচির ডাক দিল একাধিক কৃষক সংগঠন। কৃষক সংগঠনগুলোর অভিযোগ, লখিমপুর-খেড়ির সহিংসতার ঘটনায় এখনও অবধি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী অজয় মিশ্রের বিরুদ্ধে এখনও অবধি কোনো পদক্ষেপ করা হয় নি। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন অজয় মিশ্র। পাশাপাশি কৃষক সংগঠনগুলোর আরও অভিযোগ,  কৃষক আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের বেশ কিছু প্রতিশ্রুতির ভিত্তিতে, অথচ এইসব প্রতিশ্রুতির কোনোটাই রক্ষা করেনি কেন্দ্রীয় সরকার। কিষাণ মজদুর সংগ্রাম কমিটির নেতা সারওয়ান সিং পান্ধের হুঁশিয়ার, কৃষক বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষকরা আবারও দেশব্যাপী জোর আন্দোলন শুরু করবে।

সূত্র- দ্য ট্রিবিউন

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *