রাহুল গান্ধির কাছে বিদ্যুৎ বিল ও সারের কালোবাজারি নিয়ে অভিযোগ করলেন রাজস্থানের কৃষকরা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

রাজস্থানে ভারত জোড়ো যাত্রার পঞ্চম দিনে খিজুরি গ্রামে চায়ের বিরতির সময়ে কৃষিকাজের জন্য ইচ্ছেমতো বিদ্যুৎ বিল আদায় এবং সারের কালোবাজারি বিষয়ে রাহুল গান্ধির কাছে অভিযোগ করলেন রাজস্থানের কৃষকেরা। গত ১২ ডিসেম্বর সাওয়াই মাধোপুরের কৃষক বেণীপ্রসাদ মীনা রাহুল গান্ধির সঙ্গে এই বিষয়ে কথা বলেন।

বেণীপ্রসাদ মীনার অভিযোগ, ইলেকট্রিশিয়ানরা মিটার রিডিংয়ের জন্য আসে না। বিদ্যুৎ বিভাগ তাঁদের ইচ্ছামতো বিল পাঠায়। পাশাপাশি গোটা গ্রামে কোন কৃষক বিদ্যুৎ বিলে কোনো ছাড় পায় না। এছাড়াও সারের কালোবাজারির ফলে চরম দুর্দশার শিকার কৃষকরা। ২৭০ টাকা মূল্যের সার তাঁরা ৬০০ টাকা মূল্যে কিনতে বাধ্য হচ্ছেন। এর ফলে তাঁরা সার পেতে হিমশিম খাচ্ছেন। উল্লেখ্য, রাজস্থানে বর্তমান ক্ষমতাসীন দল কংগ্রেস। সেই কংগ্রেসরই শীর্ষস্থানীয় নেতা রাহুল। যদিও তিনি রাজস্থানি কৃষক সমাজের এমন অভিযোগ গুরুত্ব দিয়েই শুনেছেন। মনে করা হচ্ছে, এই ব্যাপারে রাজস্থান সরকারকে কড়া বার্তা দিয়ে কৃষকের পক্ষে থাকারই নির্দেশ তিনি দেবেন। তবে সময়ই এর উত্তর দেবে যে নিজের দলের ঊর্ধ্বে গিয়ে রাহুল গান্ধি সত্যিই কৃষকের পক্ষে কিনা৷ সে দিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

সূত্র- ইন্ডিয়া টুডে

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *