কৃষক সন্তানদেরও ইংরেজি ভাষায় শিক্ষিত হতে হবে, মন্তব্য রাহুল গান্ধির

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 2

হিন্দির প্রতি অনাস্থার কথা জানালেন রাহুল গান্ধি। তিনি সোমবার রাজস্থানের আলোয়ারে ভারত জোড়ো যাত্রা চলাকালীন বলেন, “ আপনি যদি বাকি বিশ্বের মানুষের সঙ্গে কথা বলতে চান তবে হিন্দি নয় ইংরেজিতেই আপনাকে সংযোগ করতে হবে। আমরা চাই দরিদ্র কৃষক ও শ্রমিকের ছেলেমেয়েরা গিয়ে আমেরিকানদের সঙ্গে  প্রতিযোগিতা করুক এবং তাদেরই ভাষা ব্যবহার করে তাদের জয় করুক। আমি খুশি যে রাজস্থানে ১৭০০ ইংরেজি মাধ্যম স্কুল খোলা হয়েছে”।

অন্যদিকে রাহুল গান্ধি ভাষার রাজনীতি নিয়ে বিজেপি সরকারকে আক্রমণও করেন। তিনি দাবি করেন যে বিজেপি হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সারা দেশে। অন্যদিকে বিজেপির নেতা মন্ত্রীরাই নিজেদের সন্তানদের ইংরিজি মাধ্যমের স্কুলে শিক্ষা দিচ্ছে। এই দ্বিচারিতার বিরুদ্ধেই রাহুল গান্ধি সরব হন। তাঁর মতে কৃষক-ক্ষেতমজুর-শ্রমিকদের সন্তানদেরও ইংরিজি শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। শুধু সমাজের উঁচু তলার নেতা মন্ত্রীদের ছেলে মেয়েরা নয় দেশের সমস্ত স্তরের মানুষের ইংরিজি ভাষায় শিক্ষার অধিকারের হক আছে।হিন্দির প্রতি অনাস্থার কথা জানালেন রাহুল গান্ধি। তিনি সোমবার রাজস্থানের আলোয়ারে ভারত জোড়ো যাত্রা চলাকালীন বলেন, “আপনি যদি বাকি বিশ্বের মানুষের সঙ্গে কথা বলতে চান তবে হিন্দি নয়, ইংরেজিতেই আপনাকে যোগাযোগ করতে হবে। আমরা চাই দরিদ্র কৃষক ও শ্রমিকের ছেলেমেয়েরা গিয়ে আমেরিকানদের সঙ্গে  প্রতিযোগিতা করুক এবং তাদেরই ভাষা ব্যবহার করে তাদের জয় করুক। আমি খুশি যে রাজস্থানে ১৭০০টি ইংরেজি মাধ্যম স্কুল খোলা হয়েছে”।

অন্যদিকে রাহুল গান্ধি ভাষার রাজনীতি নিয়ে বিজেপি সরকারকে আক্রমণও করেন। তিনি দাবি করেন যে বিজেপি হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সারা দেশে। অন্যদিকে বিজেপির নেতামন্ত্রীরাই নিজেদের সন্তানদের ইংরেজি মাধ্যমের স্কুলে শিক্ষা দিচ্ছে। এই দ্বিচারিতার বিরুদ্ধেই রাহুল গান্ধি সরব হন। তাঁর মতে কৃষক-ক্ষেতমজুর-শ্রমিকদের সন্তানদেরও ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। শুধু সমাজের উঁচুতলার নেতামন্ত্রীদের ছেলেমেয়েরা নয়, দেশের সমস্ত স্তরের মানুষের ইংরেজি ভাষায় শিক্ষার অধিকার রয়েছে।

সূত্র- ইন্ডিয়া টিভি

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *