ভারত জোড়ো যাত্রায় বুধবার রাজস্থানে রাহুল গান্ধির সঙ্গে পা মেলালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। পদযাত্রার পরে রঘুরাম রাজন এবং রাহুল গান্ধি একটি খোলামেলা আলোচনায় অংশ নেন। ঐ আলোচনায় ভারতের অর্থনীতি, বেকারত্ব, কৃষকদের সমস্যা-সহ নানা বিষয় উঠে আসে। রঘুরাম রাজন বলেন, “ধনীরা আরও ধনী হচ্ছেন, গরিবরা আরও গরিব। এটি একটি বড় সমস্যা। শুধুমাত্র চার-পাঁচজন শিল্পপতি নয়, উচ্চ-মধ্যবিত্তের আয়ও বেড়েছে। অতিমারীর সময় যখন নিম্ন মধ্যবিত্তদের কারখানা বন্ধ হয়ে গিয়েছিল তখন তাঁরা তাদের মজুরি পাননি”।
রঘুরাম রাজনের আরও বক্তব্য, কোভিড অতিমারীতে নিম্ন মধ্যবিত্তরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দরিদ্ররা সরকারের কাছ থেকে কিছু সুবিধা পেয়েছেন আর উচ্চ শ্রেণি মহামারীতে প্রভাবিত হয়নি। শুধুমাত্র নিম্ন-মধ্যবিত্ত শ্রেণি বড় সমস্যায় পড়েছিল। তাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের মাথায় ঋণের বোঝা চেপেছে। এই অবস্থায় নিম্ন-মধ্যবিত্তদের সুবিধার জন্য নীতি প্রণয়ন করতে তিনি কেন্দ্রের কাছে দাবি করেন।
এই আলোচনায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর বেকারত্বকে দেশের অন্যতম বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন। বেকারত্বের প্রধান কারণ হিসেবে দেশের যুবক-যুবতীর সামাজিক নিরাপত্তার জন্য শুধু সরকারি চাকরি পাওয়ার ইচ্ছেকে দায়ী করলেও তাঁর মতে সরকারি চাকরিপ্রার্থীরা বছরের পর বছর ধরে প্রস্তুতি নেন, পরীক্ষায় অংশ নেন এবং খুব কম লোকই নির্বাচিত হন। এই কারণেই তিনি মনে করেন দেশের প্রাইভেট সেক্টর বাড়ানো উচিত। তার ফলে আরও বেশি বেশি করে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
সূত্র – ইন্ডিয়া টুডে
বেকারত্ব ও কৃষক ইস্যুতে মুখোমুখি রঘুরাম রাজন এবং রাহুল গান্ধি

মতামত দিন