পাঞ্জাবের মাঝা অঞ্চলের চাষিরা দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের মতো দীর্ঘ বিক্ষোভ শুরু করতে চলেছেন। পরিকল্পনার জন্য তাঁরা অমৃতসরে একটি বৈঠকে মিলিত হন।
কৃষকদের অভিযোগ, দিল্লির আন্দোলন প্রত্যাহার করার সময় কেন্দ্রীয় সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আন্দোলন চলাকালীন শহিদ হওয়া কৃষকদের পরিবারের জীবিত সদস্যদের জন্য একটি সরকারি চাকরি, স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুসারে পদক্ষেপ নেওয়া এবং লখিমপুর খেরির ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তিও দাবির মধ্যে ছিল। বিকেইউ নেতা রাকেশ টিকাইতের মতে আন্দোলন চলাকালীন ৭৫০ জন বিক্ষোভকারী মারা গেছেন।
আগামী ২৬ নভেম্বর দিল্লির কৃষক আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে সারা পাঞ্জাব রাজ্য জুড়ে ডেপুটি কমিশনারদের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করবেন চাষিরা। যতদিন না দাবিপূরণ হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধের বলেন, এটা দুর্ভাগ্যজনক যে কৃষকদের আবেগের ওপর চাপ দিয়ে তাঁদের বিক্ষোভ চালিয়ে যেতে বাধ্য করছে সরকার।
সূত্র – টাইমস নাও
দীর্ঘস্থায়ী কৃষক আন্দোলনের প্রস্তুতি চলছে পাঞ্জাবে

মতামত দিন