কৃষক আন্দোলনের পক্ষে থাকা গায়কের ট্যুইটার অ্যাকাউন্ট বাতিল

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

মঙ্গলবার বিখ্যাত পাঞ্জাবি গায়ক জ্যাজি-বি’র ট্যুইটার অ্যাকাউন্টটি বাতিল করা হয়েছে। যদিও ট্যুইটার কর্তৃপক্ষের থেকে বলা হয়েছে এই বাতিল করার বিষয়টি শুধুমাত্র ভারতের জন্যই প্রযোজ্য হবে। জ্যাজি-বি  বর্তমানে কানাডায় থাকেন এবং সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। ভারতে চলমান সমস্যার বিরুদ্ধে তাঁর কণ্ঠস্বর তিনি ট্যুইটারে তুলে ধরেন। দিল্লিতে কৃষক আন্দোলনের সময় গায়ক ঐ আন্দোলনের সক্রিয় সমর্থক ছিলেন। জানা গেছে, তিনি সোশ্যাল মিডিয়ার সাহায্যে সারা বিশ্বে কৃষকদের প্রতিবাদ পৌঁছে দিয়েছিলেন। উল্লেখ্য, জ্যাজি-বি গোটা আন্দোলন জুড়ে কৃষকদের সমর্থন করেছিলেন।

মোদি সরকারের আমলে এর আগেও কৃষক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিত্বদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠে এসেছিল। সোমবার গায়ক রঞ্জিত বাওয়া এবং কানওয়ার গ্রেওয়ালের বাড়িতে আয়কর বিভাগ অভিযান চালিয়েছে এবং মঙ্গলবার গায়ক জ্যাজি-বি’র ট্যুইটার অ্যাকাউন্ট ভারতে স্থগিত করা হয়েছে।

কানওয়ার গ্রেওয়াল এবং রঞ্জিত বাওয়ার বাড়িতে অভিযানের বিষয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন খালসা এইডের প্রতিষ্ঠাতা রবি সিং খালসা। তিনি উষ্মা প্রকাশ করে বলেন, “যে সমস্ত গায়ক দিল্লিতে কৃষক আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং সমর্থন করেছিলেন তাঁদের ওপর ভারত সরকার তীব্রভাবে নজরদারি অভিযান চালাচ্ছে। এভাবে তাঁদের সামাজিকভাবে হেয় করার যথাসাধ্য চেষ্টা করছে ভারত সরকার”।

সূত্র- ট্রু স্কুপ

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *